শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বনমন্ত্রীর ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার পরিদর্শন

বার্তা পরিবেশক   |   রবিবার, ১৪ মার্চ ২০২১

বনমন্ত্রীর ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার পরিদর্শন

চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শন শেষে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি পরিদর্শন করেন কক্সবাজার-১ আসনের এমপি আলহাজ জাফর আলম কর্তৃক স্থাপিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার’। শনিবার দুপুরে মন্ত্রী শাহাব উদ্দিন চকরিয়া পৌরশহরের থানার রাস্তার মাথার সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের চতুর্থ তলার এই কর্নারে আসলে তাকে স্বাগত জানান এমপি জাফর আলমসহ দলীয় নেতৃবৃন্দরা।
পরিদর্শনের সময় কর্নারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুসহ পরিবারের জীবনচিত্র, বাঙালির স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, মুক্তিযুদ্ধ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বনেত্রী হয়ে উঠা, উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাওয়াসহ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশগুলোসহ বিভিন্ন স্পট দেখে ভূঁয়সী প্রশংসা করেন। এমপি জাফর আলমের অনবদ্য এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে এই কর্নার নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানতে সহায়তা করবে বলে পরিদর্শন বইয়ে মন্তব্য লিখেন মন্ত্রী।
এ সময় মন্ত্রীর সাথে আরো ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. জিয়াউল হাসান, প্রধান বনসংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী, চট্টগ্রাম অঞ্চলের বনসংরক্ষক আবদুল আউয়াল সরকার, মন্ত্রীর সহকারী একান্ত সচিব কবিরুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান বন ডিভিশনের বিভাগীয় বনকর্মকর্তা (ডিএফও) যথাক্রমে এস এম গোলাম মওলা, আবু নাছের মো. ইয়াছিন নেওয়াজ, হুমায়ুন কবির, তৌহিদুল ইসলাম, মোজাম্মেল হক শাহ চৌধুরী, মোহাম্মদ কাইছার, মো. কবির উদ্দিন, সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম চৌধুরী, এমপির ব্যক্তিগত সহকারী আমিন চৌধুরী প্রমূখ। দলের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা আমিনুর রশীদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, শাহনেওয়াজ তালুকদার, শওকত ওসমান, জামাল হোসেন চৌধুরী, সাংবাদিক জহিরুল ইসলাম, নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছিরসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা।

Comments

comments

Posted ১০:০২ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ মার্চ ২০২১

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(606 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com