শনিবার ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

উখিয়ায় মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত, আহত-৭

রফিক মাহমুদ, উখিয়া :   |   শনিবার, ১১ এপ্রিল ২০২০

উখিয়ায় মাটি চাপা পড়ে ১ শ্রমিক নিহত, আহত-৭

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া এলাকায় পুকুর খনন করতে গিয়ে মাটিচাপা পড়ে হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একজনকে মৃত ও ৭জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টার দিকে তেলিপাড়া বায়তুন নুর হাকীম আলী চৌধুরী জামে মসজিদের পুকুরের গ্রেড ওয়াল নির্মাণকালে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানিয়েছেন, রত্নাপালং তেলিপাড়া এলাকায় পুকুর খনন করার সময় মাটি চাপা পড়ে ঘটনাস্থালে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। ৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।নিহত মোঃ শাহজাহান(২৫) ঐ এলকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে উখিয়া থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছেন।

উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ইমদাদুল হক জানান, তেলী পাড়া এলাকায় মাটিচাপা পড়ে এক শ্রমিক মারা গেছে। খবর শুনে আমাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে দ্রুত উদ্ধার কাজে অংশ নেয় এতে একজনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে এবং ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত শাহজাহান আহত ৭ জনের মধ্যে রশিদ আহমদের পুত্র। আহত রশিদ আহমদ (৫৫), ছৈয়দ আহমদ (৪০), শফি(৪০), শাহ আলম(১৮) আরিফ (৩০), নুরুল আলম (৩৫) ও আব্দুল্লাহ(৩০) ৭ জনভ তেলিপাড়ার স্থানীয় বাসিন্দা। তারা মাঝি সফিউল আলমের শ্রমিক বলে জানান শফিউল আলম নিজে।

তাৎক্ষণিক ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী, উখিয়া থানা ওসি মর্জিনা আক্তার মর্জু, রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী উপস্থিত হন।

ইউএনও নিকারুজ্জামান জানান, গ্রেড ওয়াল নির্মাণে ৮ জন শ্রমিক কর্মরত ছিলেন। ১ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং বাকি ৭ জন তাদের বাড়িতে চলে গেছেন। হাসপাতালে প্রেরণ করা ব্যক্তির সর্বশেষ অবস্থা পরে জেনে জানানো হবে বলে জানান তিনি।

Comments

comments

Posted ৭:৫৯ অপরাহ্ণ | শনিবার, ১১ এপ্রিল ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(605 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com