শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজারে ‘দ্যা ডেইলি মেসেঞ্জার’ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক :   |   শনিবার, ৩০ মার্চ ২০২৪

কক্সবাজারে ‘দ্যা ডেইলি মেসেঞ্জার’ পত্রিকার বর্ষপূর্তি উদযাপন

কক্সবাজারে “বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সমাজের আয়না হিসেবে এগিয়ে যাবে” স্লোগানে প্রচারিত জাতীয় ইংরেজী দৈনিক দ্যা ডেইলি মেসেঞ্জার পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) বিকেল ৫টার দিকে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন হোটেল শৈবাল’র সাগরিকা রেস্তোঁরায় উৎসবমুখর পরিবেশে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ইফতারের আয়োজন করা হয়।

দ্যা ডেইলি মেসেঞ্জার পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ,
কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম,
কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক এস.এম. ফেরদৌস ইসলাম, কক্সবাজার ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, দৈনিক সকালের কক্সবাজারের প্রকাশক ও সম্পাদক ও মানব কণ্ঠের কক্সবাজার প্রতিনিধি ফরহাদ ইকবাল, টুয়াকের সাধারণ সম্পাদক নুরুল কবির পাশা, বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মুহাম্মদ হাসিম, বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহজাহান চৌধুরী শাহীন, দীপ্ত টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুন উর রশীদ, দৈনিক সমকালের কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জসিম উদ্দীন, কক্সবাজার সদর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোহাম্মদ নিজাম উদ্দীন, দৈনিক সকালের সময়ের কক্সবাজার জেলা প্রতিনিধি শাহেদ ফেরদৌস হিরু, দৈনিক বাংলাদেশ বুলেটিনের কক্সবাজার প্রতিনিধি মহিউদ্দীন মাহী৷ দৈনিক গণকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ও টিটিএনের স্টাফ রিপোর্টার শাহেদ হোছাইন মুবিন ৷

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক জাহেদ, মতিউর রহমান, একরাম প্রমুখ।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন,
নতুন ইংরেজী পত্রিকা হিসেবে দ্যা ডেইলি মেসেঞ্জার অনেক ভাল করছে৷ সঠিক তথ্য দিয়ে নিউজ করে পাঠকের মন জুড়িয়েছে। যার কারণে এতগুলো পত্রিকার মাঝে খুব কম সময়ের মধ্যেই প্রিয় দৈনিক হিসেবে মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করছে।

Comments

comments

Posted ১১:৫০ অপরাহ্ণ | শনিবার, ৩০ মার্চ ২০২৪

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

দশ বছর পর
দশ বছর পর

(1552 বার পঠিত)

সেই মা সেই ছবি
সেই মা সেই ছবি

(1169 বার পঠিত)

(1149 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com