শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
চট্টগ্রাম নগরীতে গাউছুল আজম কনফারেন্সে লাখো আশেকে রাসুলের ঢল

আধ্যাত্মিক নবজাগরণের রূপকার খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম (রা.)- মাননীয় মোর্শেদে আজম

বার্তা পরিবেশক   |   মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

আধ্যাত্মিক নবজাগরণের রূপকার খলিফায়ে রাসুল (দ.) হযরত গাউছুল আজম (রা.)- মাননীয় মোর্শেদে আজম

পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফ তরিক্বতের ঐতিহাসিক গাউছুল আজম কনফারেন্স গতকাল ৪ মার্চ (সোমবার) চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত হয়। এ কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।

প্রধান মেহমান তাঁর বক্তব্যে বলেন- প্রিয় নবীজির ভালোবাসা একজন মুমিনের জীবনের পরম সম্পদ। নবীজির ভালোবাসা ও অনুসরণ-অনুকরণের মাধ্যমে একজন সাধারণ মানুষ ইনসানে কামেল তথা আলোকিত মানুষে পরিণত হয়। খলিফায়ে রাসূল (দ.) হযরত গাউছুল আজম (রা.) এর প্রতিষ্ঠিত তরিক্বতের অনুশীলন মানুষকে একদিকে নবীজির ভালোবাসার শিক্ষা দান করে অন্যদিকে শরীয়ত ও সুন্নাতের দীক্ষায় দীক্ষিত করে তোলে।

প্রিয় নবীজির নূরে বাতেন ক্বলবে গ্রহণ, মোরাকাবা, ফয়েজে কুরআন, জিকিরুল্লাহ, হারাম-হালাল পৃথক করে জীবন ধারণের মধ্য দিয়ে আল্লাহ পর্যান্ত পৌঁছার শাশ্বত সোনালি রূপরেখা হলো হযরত গাউছুল আজম (রা.) এর তরিক্বত। মুহাব্বতের নিয়তে দৈনিক ১১১১ বার দরূদ শরীফ আদায়ের মাধ্যমে নবীজির নৈকট্য অর্জনের সাধনা রয়েছে এ তরিক্বতে। শেষ যুগে এসে এমন এক যুগান্তকারী তরিক্বতের প্রতিষ্ঠা হলো যা শরীয়তের মাপকাঠিতে অনন্য, সুন্নাতে রাসূলের অনুশীলনে বেনজির। যেখানে নেই শিরকের বিন্দুমাত্র অবকাশ, বিদআতের নেই কোনো ধরণের সুযোগ।

এবাদত-এখলাস ও খলিফায়ে রাসূল (দ.) এর চোখের জলে সাজানো হযরত গাউছুল আজম (রা.) এর এ তরিক্বত। ফলশ্রুতিতে রূহানিয়তের বিকাশের মাধ্যমে সূচিত হলো আধ্যাত্মিক এক বিপ্লবের যা অশান্ত মনে এনে দেয় প্রশান্তি, অস্থির জীবনে এনে দেয় রহমতময় স্থিরতা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর এর সভাপতিত্বে অনুষ্ঠিত গাউছুল আজম কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর ড. মুহাম্মদ কফিল উদ্দিন সরকার সালেহী, সংগঠনের কানাডা শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াহিদ, প্রফেসর ড. জালাল আহমদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ নুর খান। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ শফিউল আলম, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন প্রমুখ।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

Comments

comments

Posted ১১:৫৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মার্চ ২০২৪

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

দশ বছর পর
দশ বছর পর

(1552 বার পঠিত)

সেই মা সেই ছবি
সেই মা সেই ছবি

(1169 বার পঠিত)

(1149 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com