বার্তা পরিবেশক | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
উখিয়া থানাধীন পাইন্যাশিয়া গ্রামের নুর আহমদের ছেলে খোরশেদ আলম সৌদি প্রবাসী। তার স্ত্রী রোমা আক্তার রামু থানাধীন গোয়ালিয়া পালং এর ছৈয়দ কাশেমের মেয়ে। উভয়ের সংসারে পাঁচ বছরের এক ছেলে আছে। স্বামী সৌদি আরব থাকার সুবাধে রোমা আক্তার পিতার বাড়ীতে থাকত। পরকিয়ায় লিপ্ত হয়ে পিতার বাড়ী হতে গত ১৪/০১/২০২২ইং তারিখ রামু উপজেলার খুনিয়াপালং ইউপির দারিয়ারদিঘীর মৃত ছৈয়দ নুর সওদাগরের ছেলে মিজানের হাত ধরে ছোট ছেলেকে রেখে চম্পট দেয় বলে জানা গেছে। এই বিষয়ে পিতা রামু থানায় অভিযোগ করে মেয়েকে কোর্ট বিল্ডিং চত্বরে পেয়ে ঘরে নিয়ে যেতে চাইলে রোমা যেতে অস্বীকার করে। ফলতঃ মেয়েকে পিতা লোক সম্মুখে মারধর করে বলে জানা যায়। ঘটনার সংবাদ পেয়ে সদর থানা পুলিশ উভয়কে থানায় নিয়ে যায়। মেয়ে পিতার সাথে যেতে না চাইলে থানা কর্তৃপক্ষ মেয়েকে শহরের টেকপাড়াস্থ জনৈক মহিলার কাছে জিম্মায় দেন। সে সুযোগে পিতা মেয়ে, পরকিয়া প্রেমিক এবং অন্যান্য দুষ্কৃতিকারী পরস্পর যোগসাজসে এখন প্রবাসী খোরশেদের পরিবারের কাছে মোটা অংকের টাকা দাবী করছে। নচেৎ মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ফাঁসাবে, গুম-খুন করবে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে প্রবাসীর পরিবার উখিয়া থানায় সাধারণ ডাইরী এবং পুলিশ সুপার বরাবরে নিরাপত্তা চেয়ে লিখিত অভিযোগ করেছে বলে জানা গেছে।
Posted ৭:২৭ অপরাহ্ণ | শনিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh