সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

“সমৃদ্ধ কক্সবাজার”-এর নতুন দায়িত্বে শাহীন চেয়ারম্যান, মামুন প্রধান নির্বাহী

সংবাদ বিজ্ঞপ্তি   |   শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

“সমৃদ্ধ কক্সবাজার”-এর নতুন দায়িত্বে শাহীন চেয়ারম্যান, মামুন প্রধান নির্বাহী

সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করা সংগঠন “সমৃদ্ধ কক্সবাজার” এর আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী পরিষদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।

গত শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় কক্সবাজার শহরের শহীদ স্মরণী সড়কে অবস্থিত সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সাইফুর রহিম শাহীন-কে চেয়ারম্যান এবং ইব্রাহীম খলিল মামুন-কে সংগঠনের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

সভার সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন । সদস্যদের মতামতের ভিত্তিতে গঠিত এই কমিটির মাধ্যমে সংগঠনের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

“সমৃদ্ধ কক্সবাজার” বিগত কয়েক বছর ধরে নিরবে কক্সবাজারের সামাজিক, অর্থনৈতিক ও মানবিক অগ্রযাত্রায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বিশেষভাবে মানবাধিকার, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা, ব্যবসা উন্নয়ন, শিক্ষাবিষয়ক উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলায় সক্রিয় ভূমিকা রেখে আসছে।

জুলাই গণঅভ্যুত্থান-এর পরবর্তী সময়কে কেন্দ্র করে সংগঠনটি তাদের কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করেছে। সামাজিক পরিবর্তনের লক্ষ্যে গৃহীত নতুন পরিকল্পনা ও তৎপরতা ইতোমধ্যে জেলার বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। সংগঠনের নেতারা জানিয়েছেন, আগামী দিনে আরও বহুমুখী উদ্যোগ নেওয়া হবে, যা কক্সবাজারের উন্নয়ন ও সুরক্ষায় যুগান্তকারী প্রভাব ফেলবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহিম শাহীন বলেন,“সমৃদ্ধ কক্সবাজার কেবল একটি সংগঠন নয়—এটি একটি সামাজিক আন্দোলন। আমরা মানুষের অধিকার, সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমাদের লক্ষ্য কক্সবাজারকে একটি মানবিক, নিরাপদ ও সচেতন সমাজে রূপান্তরিত করা।”

প্রধান নির্বাহী ইব্রাহীম খলিল মামুন বলেন,“নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে। আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। সমৃদ্ধ কক্সবাজার কেবল শহরের জন্য নয়, পুরো জেলার জন্য একটি আলোর দিশা হয়ে উঠবে।”

স্থানীয় সমাজকর্মী, সাংবাদিক, শিক্ষক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এই নতুন কমিটির প্রতি শুভকামনা জানিয়েছেন এবং তাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সমৃদ্ধ কক্সবাজার তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ইতোমধ্যে সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Comments

comments

Posted ৮:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(626 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com