তারেকুর রহমান | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
উখিয়ার বালুখালী সীমান্ত এলাকায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির পর ৯ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বিজিবি। এ যাবৎ কালে এটি জব্দ হওয়া আইসের সবচেয়ে বড় চালান বলে বিজিবি দাবি করে।
সোমবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হোসাইন কবির।
তিনি জানান, উখিয়া উপজেলার বালুখালী কাটাপাহাড় এলাকায় রোববার রাতে ক্রিস্টেল মেথের একটি চালান আসবে এমন খবরে অভিযানে যায় বিজিবি। এ সময় মাদক কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষায় বিজিবিও পাল্টাগুলি চালায়।
পরে গোলপাতার বাগান থেকে ৯ কেজি ওজনের ক্রিস্টেল মেথ উদ্ধার করে।
এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
Posted ৯:৫৩ অপরাহ্ণ | সোমবার, ৩১ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh