তারেকুর রহমান | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
কক্সবাজারের উখিয়ায় শফি উল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
রোববার (৯জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার নাইমুল হক।
তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৪ টায় উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬নং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুনের সুত্রপাত কোথা থেকে তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন নিয়ন্ত্রণের আমাদের চেষ্টা চলমান রয়েছে।
Posted ৬:০৯ অপরাহ্ণ | রবিবার, ০৯ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh