রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।
নিহত আবুল কালাম কুতুপালং ক্যাম্প-২ ইস্ট ব্লক বি-৫ এর বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
এসপি নাইমুল জানান, রোববার ভোরে কুতুপালং ক্যাম্প-২ ব্লক বি-৫ এ ঘটনা ঘটে। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ক্যাম্পে দুপক্ষের সংর্ঘষ হয়। খবর পেয়ে বালুরমাঠ পুলিশ ক্যাম্পের একটি টিম পাঠানো হয়। পুলিশ আবুল কালামকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত পূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।