শহিদুল ইসলাম, উখিয়া | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে নিষিদ্ধ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ প্রকাশ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে(৫৫) আটকের ঘটনায় উখিয়া থানায় ৩টি মামলা দায়ের করা হয়।
সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটলিয়ন এর অধিনায়ক এসপি মো. নাইমুল হক।
এর আগে রোববার (১৬ জানুয়ারি) রাতে আটক রোহিঙ্গা সস্ত্রাসীর বিরুদ্ধে মাদক, অস্ত্র ও অপহরণের দায়ে এসব মামলা রুজু করা হয়। মামলা নম্বর সমূহ ৬৬,৬৭ ও ৬৮। তারিখ- ১৬/১/২০২২ ইংরেজি।
এর আগে একই দিন ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ৬নং ক্যাম্পে অভিযান চালিয়ে মো. শাহ আলী নামে এক দুষ্কৃতকারীকে অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ আটক করে১৪ এপিবিএন। এসময় তার নিজ বাড়ি থেকে ১টি একনলা বন্দুক এবং ১ হাজার পিস ইয়াবা, ১ লক্ষ ১০ হাজার নগদ টাকা ও ১টি বড় চাকু উদ্ধার করতে সক্ষম হয়।
এসপি নাইমুল জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে মায়ানমারের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আরসা’র প্রধান নেতা আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই।
ড্রোন দিয়ে অভিযান পরিচালনা করে পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার সময় এখানে চোখ বাধা অবস্থায় সাদিকুল নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। সাদিকুলকে জিজ্ঞাসাবাদে জানায় তাকে এখানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারলে তাকে মেরে ফেলার হুমকিও দেয় বলে জানায়।
এ ব্যাপারে উখিয়া থানার ওসি আহমেদ সন্জুর মোরশেদ বলেন গতরাতে রোহিঙ্গা সন্ত্রাসী আটকের ঘটনায় তিনটি মামলা রুজু করা হয়েছে।
Posted ৯:৪৬ অপরাহ্ণ | সোমবার, ১৭ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh