বুধবার ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপ বিভ্রাট বিশ্বজুড়ে

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৩ জুলাই ২০১৯

ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটস অ্যাপ বিভ্রাট বিশ্বজুড়ে

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপে বিভ্রাট দেখা দিয়েছে।

বুধবার দুপুরের পর থেকেই ব্যবহারকারীরা এই সমস্যায় পড়েছেন বলে ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে।

এসব যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঠিকমতো যোগাযোগ রক্ষা করা যাচ্ছে না; মাঝে মাঝে অ্যাকাউন্টেও ঢোকা যাচ্ছে না, ছবিও দেখা যাচ্ছে না।

ডেইলি মেইল বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপের এই বিভ্রাট সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের দেশগুলোতে।

অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, জাপান, মেক্সিকো, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ অফ্রিকা, উরুগুয়েতেও এই বিভ্রাটের খবর পাওয়া যাচ্ছে।

বাংলাদেশের ব্যবহারকারীরাও বিভ্রাটে পড়েছেন। সন্ধ্যার পর থেকেই ফেসবুকে ঢোকা গেলেও তা অত্যন্ত ধীরগতিতে স্ক্রল করা যাচ্ছে; অধিকাংশ স্থানেই পোস্ট করা ছবি দেখা যাচ্ছে না। কোনও তথ্য শেয়ার করতেও সময় নিচ্ছে ফেসবুক।

ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম ও হোয়াটস অ্যাপও।

ডেইলি মেইল বলছে, সার্বিক ব্যাপারে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনও উত্তর পাওয়া যায়নি। ফেসবুক কর্তৃপক্ষও এ ব্যাপারে আনুষ্ঠানিক কিছু জানায়নি।

Comments

comments

Posted ৯:৫৩ অপরাহ্ণ | বুধবার, ০৩ জুলাই ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com