শনিবার ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

কক্সবাজারে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ মে ২০২৫

কক্সবাজারে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫-এর আলোকে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজার সদর উপজেলার স্টিয়ারিং কমিটির ৮ম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মে) বিকেলে কক্সবাজার সদর উপজেলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় পর্যায়ে নারী নিরাপত্তা, ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স (জিএনডব্লিউপি)-এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) পরিচালিত ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় গত নভেম্বর থেকে এ পর্যন্ত ৮টি সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন, চ্যালেঞ্জ, সমন্বয় সাধন, বাস্তবায়িত কার্যক্রম ও গৃহীত সিদ্ধান্তগুলোর ওপর আলোকপাত করা হয়। একই সাথে আগামী ২৫ এবং ২৬ মে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় কর্মশালায় সদর উপজেলা স্টিয়ারিং কমিটির সদস্যরা উপস্থিতির বিষয়ে এবং সদর উপজেলায় নারী নির্যাতন, যৌন হয়রানি, মাদক ও বাল্যবিবাহের ব্যাপারে সচেতনতামূলক বাণী সম্বলিত লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

এ সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সদস্য করিম উল্লাহ কলিম। যৌথভাবে সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাঠ সমন্বয়কারী এসজেডএম আবু রায়হান ও কক্সবাজার স্টিয়ারিং কমিটির সমন্বয়ক এবং প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী।

সভায় বক্তারা নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ে বিভিন্ন স্কুল এবং এলাকায় গিয়ে সম্পন্ন করা জনসচেতনামূলক সভার আলোচ্য বিষয়গুলো তুলে ধরেন। এবং পরবর্তী সভার তারিখ ও বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেন।

এসময় স্টিয়ারিং কমিটির সদস্যদের মধ্যে- কক্সবাজার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত দাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, হুমাইরা বেগম, মাইন উদ্দিন হাসান শাহেদ, সুব্রত দত্ত, করিম উল্লাহ কলিম, পাপিয়া রাণী দে, সুরাইয়া আক্তার, মা টিন টিনসহ অন্যান্য উপস্থিত ছিলেন।

Comments

comments

Posted ১০:২২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ মে ২০২৫

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com