বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বিরূপ আবহাওয়ায় কক্সবাজারে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বুধবার, ০৪ জুলাই ২০১৮

বিরূপ আবহাওয়ায় কক্সবাজারে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

সমুদ্র পারের শহর কক্সবাজারে ভারী বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে শহরটির বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটেছে।

বুধবার বেলা ১২টা ২০ মিনিট পর্যন্ত ঢাকা থেকে যাওয়া দুটি উড়োজাহাজ অবতরণ না করে ফিরে গেছে বলে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান জানিয়েছেন কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. সাইদুজ্জামান।

তিনি বলেন, ভারী বৃষ্টিপাত ও বিরূপ আবহাওয়ার কারণে দুটি উড়োজাহাজ কক্সবাজারে নামতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

দুপরের দিকে (বেলা সাড়ে ১২টায়) আবহাওয়ার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় উড়োজাহাজ উঠানামা শুরু হয়েছে বলে তিনি জানান।

এদিকে সকাল ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ১৫৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কক্সবাজার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর থেকে কক্সবাজারে থেমে থেমে ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ৫৪ মিলিমিটার।

আগামী একসপ্তাহ পর্যন্ত ভারী ও মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানান এই আবহাওয়া কর্মকর্তা।
দেশবিদেশ / ০৪ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ৯:৩৯ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com