রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

সরকারি ক্রয় সংক্রান্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য প্রাপ্তিতে সহায়তা করে ই-জিপি

  |   সোমবার, ০৬ জুন ২০২২

সরকারি ক্রয় সংক্রান্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও তথ্য প্রাপ্তিতে সহায়তা করে ই-জিপি

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমই বিভাগের সিপিটিইউ কর্তৃক বাস্তবায়নাধীন ডাইম্যাপ প্রকল্পের আওতায় সাংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুন) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

কক্সবাজাররের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রনালয়ের সিপিটিইউ, আইএমইডির পরিচালক ও সরকারের যুগ্ম-সচিব মোঃ আজিজ তাহের খান।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে সরকারি ক্রয় সংক্রান্ত স্বচ্ছতা, জবাবদিহিতা ও এ সংক্রান্ত তথ্য প্রাপ্তি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিপিটিইউ, আইএমইডির (উপ-সচিব) মোঃ নাছিমুর রহমান শরীফ, বিশ্ব ব্যাংকের স্পেশিয়ালিস্ট সিনিয়র প্রকিউরমেন্ট এ. এন. এম. মুস্তাফিজুর রহমান, কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, কক্সবাজার প্রেসক্লাবে সাধারন সম্পাদক মো. মুজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) বিভীষন কান্তি দে এবং বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস্ (বিসিসিপি) ডিপুটি ডিরেক্টর মেহের আফরোজ।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি আজিজ তাহের খান, সরকারি ক্রয়ের ক্ষেত্রে পালনীয় বিভিন্ন ধাপ ও ই-জিপির বিভিন্ন দিক তুলে ধরেন এবং প্রতিবেদন প্রস্তুতের ক্ষেত্রে ই-জিপি সাইট থেকে সাংবাদিকরা কিভাবে তথ্য ব্যবহার করতে পারে সে বিষয়ে আলোচনা করেন। এছাড়া অনুষ্ঠানে সরকারি ক্রয়ে সামাজিক সচেতনতা, সিটিজেন পোর্টাল ও নাগরিক সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করা হয়।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে কক্সবাজার জেলার বিভিন্ন গণমাধ্যমের ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন এবং সরকারি ক্রয়ের বিভিন্ন বিষয় সম্পর্কে সক্রিয়ভাবে তাদের মতামত উপস্থাপন করেন।

ডাইম্যাপ প্রকল্পের আওতায় সিপিটিইউ-এর পরামর্শক প্রতিষ্ঠান বিসিসিপি -এর সহায়তায় সংবাদিকদের জন্য সরকারি ক্রয় ও ই-জিপি বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রামটি আয়োজন করা হয়। কর্মশালার সার্বিক উপস্থাপনা করেন বিসিসিপির প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম।

আ দে বি/সাই.

Comments

comments

Posted ৩:৩১ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুন ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com