রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শেখ হাসিনার জনসভা সফল করতে এডভোকেট রনজিত দাশের সমর্থনে  প্রস্তুুতি সভা

বার্তা পরিবেশক   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

শেখ হাসিনার জনসভা সফল করতে এডভোকেট রনজিত দাশের সমর্থনে  প্রস্তুুতি সভা

প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার জনসভা সফল করতে ককসবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট রনজিত দাশের সমর্থনে ককসবাজার ঘোনারপাড়া সন্ত্রাস নির্মূল কমিটি, শংকর মঠ সমাজ কমিটি ও বাংলাদেশ হিন্দু মহাজোট ককসবাজার জেলা শাখার উদ্যগে পৃথক পৃথক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।২ ডিসেম্বর কৃষ্ণানন্দধাম প্রাঙ্গন ও ব্রাহ্ম মন্দিরের বিভূতি ভূষন হলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়,।
ঘোনারপাড়া সন্ত্রাস নির্মূল কমিটি ও শংকর মঠের প্রস্তুতি সভা বিকাশ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ককসবাজার ঘোনার পাড়া সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে। প্রধান অতিথি জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট রনজিৎ দাশ বলেন,, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কারিগর। তিনি কক্সবাজারের মানুষের ভাগ্য উন্নয়নে কক্সবাজারকে ঘিরে উন্নয়নের ঢালা সাজিয়েছেন। সোনার বাংলা গড়তে কক্সবাজারকে গুরুত্ব দিয়েছেন। যার কারণে কক্সবাজারবাসী তার কাছে কৃতজ্ঞ। তাই হিন্দু মুসলমান বৌদ্ধ খৃষ্টান সকল সম্প্রদায়ের সকল স্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে হয়ে প্রধানমন্ত্রীর জনসভা সফল করবেন।
বিশেষ অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট দ্দীপংকর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ককসবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক বেন্টু দাশ,জেলা জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি স্বপন পাল(নাজির), জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অধ্যাপক অজিত দাশ,সহ সভাপতি রতন দাশ , উদয় শংকর পাল মিঠু, ,স্বরূপম পাল পান্জু, শংকর মাঠ সমাজ কমিটির সভাপতি বিশ্বজিৎ পাল বিশু,সহ সভাপতি দিপ্তী শর্মা, অনুকূল চন্দ্র সৎসঙ্গ ফাউন্ডেশন ককসবাজার জেলা শাখার কার্যকরী সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ,দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধাগোবিন্দ ব্রম্মচারী,লোকনাথ সেবাশ্রমের সভাপতি সুবাস ধর,ঘোনার পাড়া সন্ত্রাস নির্মূল কমিটির কার্যকরী সভাপতি দুলাল দাশ,হিন্দু মহাজোট ককসবাজার জেলা শাখার সভাপতি বুলবুল তালুকদার, শিব মন্দিরের সভাপতি রাজু পাল,হরিজন পাড়া সমাজ কমিটির সভাপতি প্রদীপ দাশ, মিঠুন কান্তি দে,বাদল কান্তি দে ও বিভিন্ন মঠ মন্দিরের নেতৃবৃন্দ। অন্যদিকে সকালে ককসবাজার জেলা হিন্দু মহা জোটের প্রস্তুুতি সভায় ব্রাহ্ম মন্দিরস্থ বিভূতি ভূষন হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোটের এর নির্বাহী সভাপতি বিপ্লব মল্লিক শুভ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহা জোট ককসবাজার জেলা শাখার সভাপতি মিটন কান্তি দাশ মিন্টু।
প্রধান অতিথি এডভোকেট রনজিত দাশ সবাই কে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে প্রধান মন্ত্রীর জনসভা সফল করতে দিকনির্দেশনা দেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সজল কান্তি দাশ।
বক্তারা বলেন আগামী ৭ ডিসেম্বর প্রধান মন্ত্রী শেখ হাসিনার জনসভায় তাদের প্রাণের নেতা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ককসবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ককসবাজার জেলা শাখার প্রধান উপদেষ্টা এডভোকেট রনজিৎ দাশের নেতৃত্বে প্রধান মন্ত্রীর জনসভা জন সমূদ্রে পরিনত করা হবে।

 

Comments

comments

Posted ১২:২৭ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(626 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com