শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
ইয়াহিয়া গার্ডেনের তরতাজা ও ফরমালিনমুক্ত আমের বাজারে

নজর কেড়েছে আম্রপালী

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ জুন ২০১৮

নজর কেড়েছে আম্রপালী

ইয়াহিয়া গার্ডেনের তরতাজা ও ফরমালিনমুক্ত আমের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত আম ক্রয়ে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এসব আম অনেকেই দেশের বাইরে নিয়ে যাচ্ছে বলে জানান, আজকের দেশবিদেশ পত্রিকার ব্যবস্থাপক বিজয় কুমার ধর। আমাদের বিশেষ আকর্ষণ ১০ কেজি আম ক্রয় করলে ২ কেজি ফ্রি থাকবে।

তিনি আরও বলেন, প্রতিদিন আমাদের চাহিদার চেয়ে ২/৩ গুন অধিক হারে বিক্রি হচ্ছে আম। এখানে বিভিন্ন প্রজাতির আম বিক্রি হচ্ছে । বিশেষ করে আ¤্রপালীতেই ক্রেতাদের নজর কেড়েছে। গত দুইদিনের চেয়ে আরো বেশি বিক্রি হয়েছে গতকাল।

সামনের দিকে আরও অধিক হারে বিক্রি হতে পারে বলে ধারণা করে তিনি। প্রথম দিন আমিন উল্লাহ নামে এক ব্যক্তি খুচরা ৩ কেজি আম ক্রয় করেছিলো। মিষ্টি পেয়ে দ্বিতীয়দিনেও ফের ৫ কেজি আম ক্রয় করেছেন তিনি। এভাবে অনেকেই আম সু-স্বাদ পেয়ে তৃতীয় দিনেও আম ক্রয় করেছে।

পৌরসভার দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার আবুল কালাম নামে ক্রেতা বলেন, প্রথমদিন আমি ৫ কেজি আম ক্রয় করেছি। আমগুলো একেবারে ফরমালিন মুক্ত মনে হচ্ছে। খেতেও অনেক সু-স্বাদু। উক্ত আমের মধ্যে কয়েকটি কাঁচা ছিলো। তা সাধারনত টক হবে বলে ধারণা করেছিলাম। তাও খেতে অত্যন্ত মজা। বলতে গেলে এসব ফরমালিন মুক্ত আমে ক্রেতাদের অবশ্যই নজর কাটবে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, ইয়াহিয়া গার্ডেনের বেশ কয়েকটি প্রজাতির মিষ্টি আম সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। এখানে যেসব আম পাওয়া যায় তা হলো- আ¤্রপালী, ল্যাংড়া, ফজলী, সুরমা ফজলী, হিমসাগর ও চুসা-সহ কয়েক প্রকার আম পাওয়া যাচ্ছে। ঘুমধুমের ইয়াহিয়া গার্ডেনের নিজস্ব আম বাগানে উৎপাদিত, একদম ফরমালিনমুক্ত তরতাজা আম বলে জানান, বহুল প্রচারিত দৈনিক আজকের দেশবিশেদ পত্রিকার সম্পাদক আয়ুবুল ইসলাম।

Comments

comments

Posted ১:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ১০ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(604 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com