পেকুয়া প্রতিনিধি | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
কক্সবাজারের পেকুয়ায় দায়ের কোপে স্বামীকে জখম করেন স্ত্রী রুবি আক্তার। বুধবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. আলম প্রকাশ বাবলা ওই এলাকার ছৈয়দ আলমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করে।
মো.আলম বলেন, ‘স্ত্রী রুবি আক্তার উশৃঙ্খল। ঝগড়াটে প্রকৃতির মেয়ে। দীর্ঘ বিশ বছরের সাংসারিক জীবনে বনিবনা লেগেই আছে। সে আমার অবাধ্য হয়ে গেছে। সকালে রুবির সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে ধারালো দিয়ে মাথায় আঘাত করে।’
আলম আরো বলেন, ‘কিছুদিন আগে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। এর আগেও সে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাপের বাড়িতে পালিয়ে গিয়েছিল। আদালতের মাধ্যমে সে পুনরায় আমার বাড়িতে ফিরে আসে। সে যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে সে আশংকায় চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জিডি রুজু করি। যার নং-৬৯/২১।
স্থানীয়রা জানায়,তাদের পরিবারে ঝগড়া এটা নতুন কিছু নয়। রুবি আক্তার উশৃঙ্খল মেয়ে। বাবলা ব্যবসা করে সংসারের ঘানি টানলেও একটু সুখ পায়নি।’
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
Posted ২:৩২ অপরাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
dbncox.com | ajker deshbidesh