দেশবিদেশ প্রতিবেদক | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
কক্সবাজারের পেকুয়া পূর্ব সরকারি ঘোনা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছ থেকে ৮ রাউন্ড গুলিসহ ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
আটক জয়নাল আবেদীন (৩২) পেকুয়া পূর্ব সরকারি ঘোনা এলাকার মৃত বদি আলমের ছেলে।
মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাতে পেকুয়ার পূর্ব সরকারি ঘোনা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় জয়নাল আবেদীনকে আটক করা হয়। এসময় তার সহযোগিরা পালিয়ে যায়। আটক জয়নালের দেহ ও বসতবাড়ি তল্লাশি করে ৮ রাউন্ড গুলিসহ ২ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করার উদ্দেশ্যে উক্ত দেশীয় অস্ত্রসমূহ তার হেফাজতে রেখেছিল।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পেকুয়া থানায় অভিযোগ দাখিল করা হয়েছে।
Posted ৬:৩১ অপরাহ্ণ | শনিবার, ২৯ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh