দেশবিদেশ প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
কুতুবদিয়া কুতুবদিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ পলাতক আসামী আটক। মঙ্গলবার (২২ জুন) দিবাগত রাতে কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ওমর হায়দার ও অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ জুয়েল ইসলামের নির্দেশে আভিযান চালিয়ে সিআর/ জিআর মামলার পলাতক আসামী মামুন (২১), পিতা মৃত-ধলু, গ্রামউত্তর ধুরুং, কুইল্যার পাড়া, ৯নং ওয়ার্ড, থানা-কুতুবদিয়া, সোনাইয়া (২৪), পিতা-মনজুর আলম, গ্রাম নয়াপাড়া,দক্ষিণ ধুরুং, বদন (২২) পিতা-মনজুর আলম, গ্রাম-নয়াপাড়া, ৯নং ওয়ার্ড, দক্ষিণ ধুরুং ইউপি, থানা-কুতুবদিয়া, মিরাজ উদ্দিন (২৭), পিতা-জাকির আহমদ, গ্রাম- দক্ষিণ ধুরুং, থানা-কুতুবদিয়াকে আটক করে। মঙ্গলবার দিবাগত রাত হতে বুধবার অদ্য-শষ (২৩ জুন২০২১) পর্যন্ত অভিযান পরিচালনা করিয়া কুতুবদিয়া থানাধীন ৪ জন পলাতক আসামী আটক করে কুতুবদিয়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয় বলে ওসি মোহাম্মদ ওমর হায়দার নিশ্চিত করেছেন।
Posted ২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
dbncox.com | ajker deshbidesh