শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

বেতনের টাকায় শ্রমজীবি পরিবারে খাদ্য পৌঁছে দিচ্ছে পুলিশ

লিটন কুতুবী :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

বেতনের টাকায় শ্রমজীবি পরিবারে খাদ্য পৌঁছে দিচ্ছে পুলিশ

বিশ^ ব্যাপী মহামারি সংক্রামক রোগ করোনা ভাইরাস ঠেকাতে সরকারী ছুটিসহ সামাজিক দূরত্ব বাস্তবায়নে নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে । তারই ধারাবাহিকতায় কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপও অঘোষিত লকডাউন আওতায় রয়েছে। এ এলাকার শ্রমজীবি মানুষের খাদ্য সংকট মোকাবেলায় কুতুবদিয়া থানা পুলিশ নিত্যপ্রযোজনীয় খাদ্য সামগ্রী নিয়ে শ্রমহীন পরিবারের মাঝে পৌঁছে দিচ্ছে। কুতুবদিয়া থানায় কর্মরত পুলিশের মাসিক বেতনের তিন দিনের বেতন এবং স্থানীয় স্বচ্চল ব্যাক্তিদের অনুদানে ফান্ড গঠন করে রিক্সাশ্রমিক, টেম্পু শ্রমিক ও শ্রমজীবি কর্মহীন মানুষের পরিবারে খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য সামগ্রী পৌছে দেয়ার উদ্যোগ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় কুতুবদিয়া থানা পুলিশ মঙ্গলবার (৩১মার্চ) ধুরুং বাজার, তার আশপাশে, উত্তর ধুরুং আকবর বলী ঘাট এলাকায়, লেমশীখালী চৌমুহনী এলাকায় ও তার আশপাশে, বড়ঘোপ মগডেইল, বিদ্যুৎ মার্কেট জেলেপাড়া এলাকায় হতদরিদ্র, শ্রমহীন রিক্সাচালক, টেম্পু চালক, দিনমজুর মানুষের ঘরে ঘরে গিয়ে পুলিশ প্রায় ২৫০ পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করে। প্রতি প্যাকেটে চাল,ডাল,আলু,সোয়াবিন তৈল,সাবান রয়েছে। লকডাউন অবস্থায় কর্মহীন মানুষের পাশে থাকার অঙ্গিকার করেন কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস। তিনি আরো জানান, করোনা ভাইরাস রোগের সতর্ক বার্তা নিয়ে পুলিশ প্রত্যেক মানুষের দোরগোডায় পৌঁছে দিয়ে যাচ্ছে। এ কার্যক্রম অব্যহত রয়েছে। এছাড়াও দ্বীপের শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে আর্থিক সংকটে অনাহারে থাকলে পুলিশ কন্টোল রুম ০১৮৪৩৩৩৩১৪৪ ফোন নাম্বারে কল করলে পুলিশ তদন্তপূর্বক খাদ্য সামগ্রী পৌছে দেবে বলে জানান। এছাড়াও প্রতিনিয়তই করোনা ভাইরাস সতর্কবার্তা লিফলেট হোম কোয়ারান্টাইনে থাকা ব্যাক্তিদের নজরদারী,হাট বাজার, দোকানে সমাগম দূরত্ব ও শৃংখলা বজায় রেখে চলার সতর্ক বার্তার কাজ করছে। স্থানীয় কমিউনিটি ও জনপ্রতিনিধিদের সহযোগিতায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে করোনা ভাইরাস নিয়ন্ত্রনের লক্ষে কার্যক্রম অব্যাহত রয়েছে।

Comments

comments

Posted ১০:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com