দেশবিদেশ প্রতিবেদক | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের ২৯ জেলে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বলে দাবি ট্রলার মালিক কর্তৃপক্ষের। ভারতে অবস্থানরত বাংলাদেশিদের মাধ্যমে বিষয়টি জানতে পারে ট্রলার মালিক সমিতি।
গত ৮ ফেব্রুয়ারি সাগরে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বাংলাদেশের ৩টি মাছ ধরার ট্রলার। ভারতীয় জলসীমায় ঢুকে গেলে ওই দেশের কোস্ট গার্ড ৩টি নৌকা ও ৮৮ জন জেলেকে আটক করে।
ভারতে আটককৃত কুতুবদিয়ার জেলেরা হলেন, কক্সবাজারের কুতুবদিয়া উপকূলের বড়ঘোপ ইউনিয়নের মো. ইউনুছ মাঝি (৫০), তোতা মিয়ার ছেলে মো. এরশাদ (৩৫), আবদু ছাত্তারের ছেলে মো. জমির উদ্দিন (৩০), নুর মোহাম্মদ (৪৩), মো. আলমগীরের ছেলে মিজানুর রহমান (৩৩), মৃত কালু মিয়ার ছেলে শাহাদাৎ হোছাইন (৩৪), মফিজুর রহমানের ছেলে নুরুল বশর (৩৮), নুরুল আবছারের ছেলে একরামুর হক (২৫), মো. বকসুর ছেলে জমির উদ্দিন (৩৪), মোহাম্মদ ছৈয়দের ছেলে জাফর আলম (৩৯), জকির আহমদের ছেলে নুর মোহাম্মদ (৩৬), মো. হোসেনের ছেলে খোরশেদ আলম (২৫), আবু তাহেরের ছেলে মো. ইব্রাহিম(৩৩), আনোয়ার হোছাইনের ছেলে আরাফাত হোছাইন (২৩), আবু তাহেরের ছেলে রফিক উদ্দিন (২৫), আবুল হোসেনের ছেলে আলা উদ্দিন (৩৭), ফজল করিমের ছেলে মোহাম্মদ রুবেল (২৯), মাহাবুব আলম (৫০), ইব্রাহিম খলিলের ছেলে মো. মামুন (৩১), মো. সিরাজুল ইসলামের ছেলে মো. আকাশ (৩২), অনিল দাশের ছেলে রম্ভস দাশ (৩৫), নুরুল আবছারের ছেলে মহি উদ্দিন (২৬), প্রভাত কান্তি দাশ (৪০), আবু তাহেরের ছেলে আবু মুছা (৩১), নুরুল ইসলামের ছেলে অলি উদ্দিন (২৪), নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (২২), মো. শেরজান খানের ছেলে মো. শহীদ উদ্দিন রাসেল (২৬), ইদ্রিস হোসেনের ছেলে মিজানুর রহমান (৩৪) এবং রাশেদ মিয়ার ছেলে মাহামুদুল করিম।
কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মুরালিয়া গ্রামের জসিম উদ্দিনের মালিকানাধীন ২৯ জেলেসহ এফবি আল রাফি নামের ফিশিং ট্রলার আটক করা হয়। আটককৃতরা বর্তমানে ভারতের দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ বন্দর এলাকার নামখানা জেলহাজতে বন্দি আছেন।
কুতুবদিয়া ট্রলার মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদিন বলেন, ‘একসঙ্গে ৩টি বাংলাদেশি ট্রলার এবং ৮৮ জন জেলেকে আটক করেছে ভারতীয় কোস্ট গার্ড। এর মধ্যে কুতুবদিয়ার একটি ট্রলারের ২৯ জন জেলে রয়েছে। শুনেছি বাকি দুটি ট্রলার বাঁশখালী এবং মহেশখালীর।’
জেলেদের নিখোঁজ ও খবর পাওয়ার বিষয়ে এফবি আল রাফি ফিশিং বোটের মালিক জসিম উদ্দিন কুতুবদিয়া থানায় দুটি সাধারণ ডায়েরি করেছেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর হায়দার বলেন, থানায় ট্রলার মালিক জসিম উদ্দিন দুটি সাধারণ ডায়েরি করেছেন। এর মধ্যে ১৬ ফেব্রুয়ারি ট্রলার নিখোঁজ এবং পরদিন ২৯ জন জেলে ভারতে আটক হয়েছে দাবি করে তিনি ডায়েরি করেন। পুলিশ বিষয়টির খোঁজ নিচ্ছে।
নিখোঁজদের পরিবারে তাদের ফিরে পেতে আর্তনাদ চলছে।
Posted ১১:০৩ অপরাহ্ণ | শনিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh