রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

করোনা সংক্রমণ রোধে সৈকতে মোবাইল কোর্টের অভিযান

দেশবিদেশ রিপোর্ট   |   সোমবার, ২২ মার্চ ২০২১

করোনা সংক্রমণ রোধে সৈকতে মোবাইল কোর্টের অভিযান

করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ব্যাপক তৎপরতা শুরু করেছে। রবিবার একদিনেই কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের ৪ টি ভ্রাম্যমান দল স্বাস্থ্যবিধি বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছে। এমনিতেই গত ক’দিন ধরে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে জেলা প্রশাসন শহরজুড়ে চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন। অভিযানে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও পরিত্যক্ত মাস্ক ফেলার ক্ষেত্রে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কে উদাসীনতার অভিযোগে করা হচ্ছে মামলা ও জরিমানা।
এদিকে রবিবার দিনব্যাপী সাগর পাড়ের হোটেল-মোটেল জোনের কলাতলী, সুগন্ধা ও লাবনী পয়েন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিন আল পারভেজের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) নু—এ মং মারমা, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা, সৈয়দ মুরাদ ইসলাম, ইমরান জাহিদ, কাজী মাহমুদুর রহমান এবং মো. রাহাত উজ জামান মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জেলা শহরের বাইরে প্রতিটি উপজেলাতেও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনারগণ (ভূমি) ব্যাপকহারে সচেতনতামূলক অভিযান পরিচালনা করছেন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া সুলতানা জানান, প্রতিদিন এখানে প্রচুর সংখ্যক পর্যটক আসছে। বিপুল সংখ্যক পর্যটক সমাগমের কারনে কক্সবাজারে করোনা সংক্রমণ বৃদ্ধির আশংকা বেশি।
তাই গত এক সপ্তাহ ধরে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে শহরব্যাপী সচেতনতামূলক অভিযান চলছে। বিশেষ করে সমুদ্র সৈকত ও হোটেল মোটেল জোনে পর্যটনসহ সবাইকে সামাজিক দুরত্ব, কাপড়ের মাস্ক বিতরণ, পরিত্যক্ত মাস্ক যত্রতত্র না ফেলতে উদ্বুদ্ধ করা হচ্ছে। সৈকতে মাস্ক ছাড়া চলাফেরা না করতে পর্যটকদের মাইকিংও করা হচ্ছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনসচেতনতা বাড়াতেই অভিযান পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় এ পর্যন্ত প্রায় শতাধিক মামলায় জরিমানা করা হয়েছে প্রায় ৩০ হাজার টাকা। তন্মধ্যে শনিবার অভিযানে ৩৫টি মামলায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। তাছাড়া রবিবার সকালের অভিযানে ২০টি মামলায় ২টি প্রতিষ্ঠান ও ১৮ ব্যক্তিকে ৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আমিন আল পারভেজ জানান, করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে সারাদেশে। এ জন্য কক্সবাজারে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। সৈকতে ভ্রমণে আসা পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হচ্ছে। পর্যটক সহ সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে করা হচ্ছে উদ্বুদ্ধ করা।
এদিকে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান জানিয়েছেন, জেলার ৮ টি থানা এলাকায় স্ব স্ব থানার পুলিশ স্বাস্থ্যবিধি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ চালিযে যাচ্ছেন।

Comments

comments

Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com