তারেকুর রহমান | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
দেশের শীর্ষ বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরাগ্রুপের পৃষ্ঠপোষকতায় কক্সবাজারে শুরু হলো বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগ।
শুক্রবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দীর্ঘ ৭ বছর পর এ আসরের উদ্বোধন করেন পৌরমেয়র মুজিবুর রহমান।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে যুব একাদশ রামু বনাম চকরিয়া ফুটবল একাডেমি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা প্রমুখ।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে এই আসরটি অনেক তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছেন। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরী।
বসুন্ধরা গ্রুপের জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক মো. আবু হেনা বলেন, ‘দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। নতুন নতুন খেলোয়াড় তৈরি করতে দেশের বিভিন্ন খেলায় পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে গ্রুপটি। আমরা চাই খেলাধুলায় এগিয়ে যাক বাংলাদেশ। প্রত্যেক জেলায় আয়েজিত জেলা ফুটবল লিগে সহযোগিতা করে যাচ্ছি আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, আয়োজক কমিটির আহ্বায়ক হেলাল উদ্দিন কবির, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রমুখ।
২০১৪-১৫ সালের পর চলতি বছর এ আসরের পর্দা উঠেছে। আসরে ৬০টি ম্যাচ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এবারের আসরে জেলার ১৮ টি ক্লাব ৩টি গ্রুপে অংশ নিচ্ছে।
###
Posted ৪:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar