রেজাউল করিম রেজা, পেকুয়া | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্বভার গ্রহণ ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে খতমে কোরআন ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় ইউপি কার্যালয় হল রুমে নবনির্বাচিত চেয়ারম্যান এম.তোফাজ্জল করিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য ওসমান গণির সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আজিজুল হক।
উদ্বোধক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা। সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরীর পক্ষে এদিন পরিষদের সচিব মোজাহেরুল ইসলাম নতুন চেয়ারম্যান তোউাজ্জল করিমকে দায়িত্বভার বুঝিয়ে দেন।
এসময় ইউপির নির্বাচিত সকল সদস্য, রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি সদস্যের মধ্যে বক্তব্য দেন সাইফুল ইসলাম, মো.শরীফ ও আছিয়া বেগম।
চেয়ারম্যান তোফাজ্জল করিম বলেন, ‘আপনারা আমাদেরকে আগামি ৫ বছরের জন্য যে গুরু দায়িত্ব দিয়েছেন,সকলের সহযোগিতা আমরা তা বাস্তবায়ন করতে চাই। কে আমাকে ভোট দিল আর দিলনা সেটা বিবেচ্য নয়। উজানটিয়ার সকল জনতা আমার। আমরা আপনাদের গুলাম। আজ থেকে জাতীয় সনদ বিনামুল্যে সরবরাহ দেয়া হবে। সকলকে নিয়ে আমরা উজানটিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করব।’
Posted ২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh