রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
পর্যটকদের কাছ থেকে নেয়া হচ্ছে অতিরিক্ত প্রবেশ ফি

সৌন্দর্য্য হারাচ্ছে পর্যটন রাজধানীর হিমছড়ি ঝর্ণা

আব্দুল আলীম নোবেল   |   মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮

সৌন্দর্য্য হারাচ্ছে পর্যটন রাজধানীর হিমছড়ি ঝর্ণা

অযতœ আর অবহেলায় জৌলুস হারাচ্ছে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্যের নিদর্শন ‘হিমছড়ি ঝর্ণা পর্যটন স্পট’। অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে ক্ষুব্ধ সেখানে ঘুরতে যাওয়া অনেক পর্যটক। তবে কর্তৃপক্ষ বলছে, স্পটটি পুনরুদ্ধার করতে ইকো-ট্যুরিজম প্রকল্পের আওতায় ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত পর্যটন স্পট হিমছড়ি ঝর্ণা। সমুদ্রের পাশ ঘেঁষে পাহাড়ের বুক চিড়ে মেরিন ড্রাইভ সড়ক ধরে যেতে হয় এই পর্যটন স্পটটিতে। মৌসুমে কক্সবাজারের অন্য পর্যটন স্পটগুলোর মতোই প্রকৃতির অপরূপ নিদর্শন হিমছড়ি ঝর্ণাতেও পর্যটকদের ভিড় লেগেই থাকে। বর্তমানে পর্যটন স্পটটি বেহাল। পাহাড়ে ফাটল আর নোংরা পরিবেশের কারণে হতাশ ও ক্ষুব্ধ পর্যটকরা। উপরন্তু ইজারাদার পর্যটন স্পটটির আশপাশে মোটা অংকের টাকার বিনিময়ে অবৈধভাবে দোকান বসিয়ে দিয়েছে বলে অভিযোগ স্থানীয় সূত্রের। মৌরীন নামের এক পর্যটক জানান, অনেক নোংরা আশেপাশে। সেইরকম কোনও পরিবেশ নেই। আয়েশা নামের অপর এক পর্যটক জানান, ঝর্ণাটা আর আগের মতো ন্যাচারাল নেই। শুধু আমার কাছে নয় সবার কাছেই মনে হচ্ছে এটি আর্টিফিশিয়াল।
সীতাকুন্ড থেকে আসা হাবিব নামের এক পর্যটক বলেন, এখানে ন্যাচারালিটি বলতে কিছু নেই। সামান্য একটু জায়গার জন্য ৩০ টাকা হাতিয়ে নিচ্ছে।
এসব অনিয়মের বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি পর্যটন স্পটটির ইজারাদার নিযুক্ত কর্মচারীরা। টিকিট কাউন্টারে কর্মরত একজন বলেন, জানিনা কেন টিকিটের দাম ৩০ টাকা। এটা ইজারাদার বলতে পারবেন। আমি এখানে সামান্য কর্মচারী।
তবে কর্তৃপক্ষ বলছে, স্পটটি পুনরুদ্ধার করতে ইকো-ট্যুরিজম প্রকল্পের আওতায় ইতোমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার দক্ষিণের বিভাগীয় বন কর্মকর্তা ও উপ-বন সংরক্ষক মো. আলী কবীর বলেন, পাহাড়ের ভাঙন অনেক আগ থেকেই শুরু হয়েছে। যার ফলে ঝর্ণা অনেক দূরে সরে গেছে। ইতোমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে অনেক কাজ করা সম্ভব হবে।

দেশবিদেশ /২৫ সেপ্টেম্বর ২০১৮/নেছার

Comments

comments

Posted ১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com