| শনিবার, ২৫ জুন ২০২২
নিজস্ব প্রতিবেদক:
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের নেতৃত্বে বের হওয়া র্যালীটি শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক কাযালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠানটি বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসে এ অনুষ্ঠান উপভোগ করেন।
অপরদিকে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের করে জেলা পুলিশ। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন উপজেলায়ও অনুরুপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আ দে বি/ সাই.
Posted ২:৪৬ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুন ২০২২
dbncox.com | ajker deshbidesh