রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 

লামা প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২

লামায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু 
লামার ফাঁসিয়াখালী ইউনিয়নে মোটর সাইকেল দুর্ঘটনায় মোঃ সেলিম (৩২) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১ ঘটিকায় ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয় ও ২ জন আহত হয়েছেন।
নিহত মোঃ সেলিম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকার মোঃ আবুল হাসেম এর পুত্র। সে মালেশিয়া প্রবাসী ছিলেন। আহতরা হলেন, দক্ষিণ বাম হাতির ছড়া এলাকার জুলেহা বেগমের ছেলে মোঃ ফরিদ ও পূর্ব হাইদারনাশী মৃত মোঃ হোসাইন প্রকাশ মাহোচন মোঃ মাইনউদ্দিন।
প্রত্যেক্ষদর্শীরা জানান, এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল মোঃ সেলিম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মোঃ ফরিদ এর মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তখনন হয়ে মোঃ সেলিমের মৃত্যু হয়। অপরদিকে মোঃ ফরিদ ও মোঃ মাইনউদ্দিন আহত হয়েছে। আহত দুইজনকে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে।
মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। মোঃ ফরিদ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে মোঃ সেলিমের মোটর সাইকেলে ধাক্কা দেয়।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।

Comments

comments

Posted ৫:২৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com