শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

লামায় ৬২ নারী পেলো এমব্রয়ডারি সেলাই মেশিন

বিপ্লব দাশ, লামা    |   বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

লামায় ৬২ নারী পেলো এমব্রয়ডারি সেলাই মেশিন

লামায় ৬২ নারী পেলো এমব্রয়ডারি সেলাই মেশিন

বান্দরবানের লামা উপজেলায় নারী উন্নয়নের জন্য প্রশিক্ষিত ৬২ নারীকে অটোমেটিক এমব্রয়ডারি সেলাই মেশিন প্রদান করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দুপুরে লামা বাজারস্থ গেস্ট হাউজ মিলনায়তনে এসব মেশিন বিতরণ করা হয়।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য শেখ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মেশিন প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

এসময় বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কি রানী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানী, নুরুল হোসাইন চৌধুরী ও মো. ওমর ফারুক।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র সহযোগিতায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে এসব সেলাই মেশিন ও কম্বল প্রদান করা হয়েছে।

পরে উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার শীতার্ত মানুষের জন্য ৯০০টি কম্বল চেয়ারম্যানদের হাতে তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্যবৃন্দ। যা পরবর্তীতে চেয়ারম্যানরা নিজ নিজ এলাকার শীতার্তদের মাঝে বিতরণ করবেন।

Comments

comments

Posted ৪:১১ অপরাহ্ণ | বুধবার, ০২ ফেব্রুয়ারি ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com