শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মিয়ানমারের গরু ও নগদ টাকাসহ পাচারকারী আটক

মোঃ ইফসান খাঁন ইমন, নাইক্ষ্যংছড়ি   |   রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

মিয়ানমারের গরু ও নগদ টাকাসহ পাচারকারী আটক

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ির ফুলতলী পয়েন্টে মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে ৫টি চোরাই গরু, ১ লক্ষ ২০ হাজার টাকাসহ এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শনিবার কর ফাঁকি দিয়ে আসা এসব গরু ও নগদ টাকা আটক করলেও সাংবাদিকদের রবিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন বিজিবি। আটককৃতরা হলো পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের বালুবাসা গ্রামের জাকারিয়ার ছেলে আলী হোসেন (৪৫)।

সূত্রে জানা যায়, সীমান্তের ৪৮ নম্বর পিলারের ৩ সাব-পিলার হতে পার করে নাইক্ষ্যংছির বামহাতির ছড়া হয়ে রামু পাচার করছিল গরু গুলো।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির হাবিলদার আবুল কাশেমের নেতৃত্বে টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এসব গরু,নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা,১টি স্যাম্পনি মোবাইল ফোন সহ তাকে আটক করতে সক্ষম হন।

বিজিবি জানায়, জব্দ করা গরু ও অন্যান্য পণ্যের মূল্য ৫ লক্ষ ৭১ হাজার ২১০ টাকা।গরু,টাকা ও মোবাইল ফোনসহ আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। বিষয় নিয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন বলেন,তার কাছে শনিবার দুপুরে বিজিবির কয়েকজন সদস্য ১ জন লোক আটকসহ ৫টি চোরাই গরুর বিষয়ে মামলার বিষয়ে জানতে এসেছিলেন। পরে তারা রাত ১১টায় এসে মামলা দায়ের করেন। এ বিষয় ১১ বিজিবি অধিনায়ক লে:কর্নেল নাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি অস্ত্র, মাদকসহ এ ধরণের অভিযান চলমান রয়েছে।

Comments

comments

Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২০ ফেব্রুয়ারি ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com