বিপ্লব দাশ, লামা | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
বান্দরবানের লামা থানায় নবাগত অফিসার ইনচার্জ ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে লামায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময়কালে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব অপরাধ কমে যাবে।
তিনি আরো বলেন, যে কোনো সংবাদ পরিবেশন এর ক্ষেত্রে তথ্য সংগ্রহের বেলায় সময়ের চেয়ে বেশি প্রাধান্য দিতে হবে মূল ঘটনাকে। কোনো আকস্মিক ঘটনার তাৎক্ষণিক রিপোর্টের ক্ষেত্রে যত বেশি দায়িত্বশীল হওয়া যায়, তত বেশি বিচারিক সুফল পাওয়া যায়।
এসময় সাংবাদিকরাও পুলিশের তথ্য সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন চিহ্নিত সমস্যা উল্লেখ করে আলোচনা করা হয়। সভায় থানার অন্যান্য অফিসার, লামা প্রেস ক্লাব,রিপোর্টাস ক্লাব,সাংবাদিক ফোরাম,সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ২:৪০ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh