এদিকে আহতদের উদ্ধারের পরপরই সেনাবাহিনীর একটি গাড়ি চিকিৎসার জন্য তাদের চকরিয়া হাসপাতালে নিয়ে গেছে। তৎক্ষণাত আহতদের কারো পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে তৎক্ষণাত কুমারী ক্যাম্পের পুলিশ উপস্থিত হয়।
প্রত্যেক্ষদর্শী গ্রাম পুলিশ আলী আকবর জানান, থ্রি এক্সেল বড় ট্রাকটি লামা থেকে চকরিয়া যাচ্ছিল ও ডাম্পার গাড়িটি চকরিয়া থেকে লামায় যাচ্ছে। যাত্রা পথে কুমারী সবুজ গেইট এলাকায় দুইটি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ লাগে। এতে করে ডাম্পারের ড্রাইভার, হেলপার ও এক শ্রমিক গুরতর আহত হয়। আহতদের উদ্ধার করে সেনাবাহিনীর গাড়ি চকরিয়া হাসপাতালে নিয়ে গেছে। আজ শনিবার বিকাল ৪টা ৫০ মিনিটে এই ঘটনা ঘটে।
লামার কুমারী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ ফোরকান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার শেষে চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি সরিয়ে লামা-চকরিয়া সড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়েছে ।