রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই জঙ্গি আটক

শহিদুল ইসলাম, উখিয়া   |   মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩

রোহিঙ্গা ক্যাম্প থেকে দুই জঙ্গি আটক

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় গোলাগুলির পর নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধানসহ দুইজনকে আটক করেছে র‌্যাব।এসময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি অস্ত্র,১টি বিদেশী পিস্তল,৩ ম্যাগজিন,১টি মোবাইল সেট,১১১রাউন্ড গুলি ও নগদ ২লাখ ৫৭হাজার ২শ ৬০টাকা উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান মাসুদ ওরফে রণবীর ও তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবু বাশার।বর্তমানে আটক দুই জঙ্গি র‌্যাবের হেফাজতে রয়েছে।এরপর থেকে রোহিঙ্গা ক্যাম্প অভ্যন্তের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নিরাপত্তা জোরদার করেছেন। কিছূ কিছু এনজিও সংস্হার লোকজন সকাল সকাল ক্যাম্প ত্যাগ করেন।২৩জানুয়ারি সোমবার ভোর থেকে সকাল দশটা পর্যন্ত উখিয়ার কুতুপালং সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এ অভিযান চালায় র‌্যাব।সকাল সাড়ে ১০টার পর ঘটনাস্থলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, র‌্যাবের ধারাবাহিক অভিযানে গোয়েন্দা তথ্য ছিল নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সামরিক শাখার প্রধান রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে রয়েছেন।এ তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের এ ব্লকে অভিযান শুরু করে র‌্যাব। অভিযানে র‌্যাবের অবস্থান বুঝতে পেরে জঙ্গিরা পাশের পাহাড়ে চলে যায়। র‌্যাব ওখানে অভিযান শুরু করলে সশস্ত্র লোকজন র‌্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালান। এ সময় সংগঠনটির শীর্ষস্থানীয় এক নেতাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।খন্দকার আল মঈন জানান, মাসিকুর রহমান মাসুদ ওরফে রণবীরের নেতৃত্বে তরুণদের জঙ্গিবাদে জড়িয়ে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। এর ভিত্তিতে পার্বত্য এলাকায়ও অভিযান হয়েছে। এ পর্যন্ত সংগঠনটির ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামরিক শাখার প্রধানসহ এবার গ্রেপ্তার দুজনকেও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে।এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নতুন জঙ্গি সংগঠনের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে কেন এলো, তাদের সঙ্গে রোহিঙ্গার যোগসূত্র কী তা বের করতে কাজ করছে র‌্যাব।এর আগের দিন রবিবার উখিয়ার বালুখালী ১৮নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি বিনিময় ঘটনা ঘটে।এতে কোন হতাহত হয়নি।গত শনিবার উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের আরসা প্রধান সহ ২৮জনের নামে পোস্টার সাটানো হয়।উখিয়ার সাত নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা কবির আহমদ বলেন ভোর থেকে র্য্যাব ও সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক গোলা গুলি হয়।তবে কোন হতাহত হয়নি। তিনি আরো বলেন পরিস্থিতি শান্ত রয়েছে।

Comments

comments

Posted ১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জানুয়ারি ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

দশ বছর পর
দশ বছর পর

(1570 বার পঠিত)

সেই মা সেই ছবি
সেই মা সেই ছবি

(1189 বার পঠিত)

(1161 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com