দেশবিদেশ ডেস্ক | সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ শিল্পীসমিতির নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি। সদ্য সমাপ্ত নির্বাচন নিয়ে চলছে আলোচন-সমালোচনা। দেশজুড়ে আলোচিত এই নির্বাচন নিয়ে এবার মুখ খুলেছেন প্রবীণ চলচ্চিত্র নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু।
সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু চিত্রনায়ক জায়েদ খান সম্পর্কে বলেন, মিডিয়ায় তাকে এমনভাবে তুলে ধরা হয়, যেন সে বাংলাদেশের প্রধামন্ত্রীর চেয়ে কম নয়। মিডিয়া তাকে আকাশে উঠিয়ে দিয়েছে।
প্রবীণ এই চলচ্চিত্র নির্মাতা আরও বলেন, চিত্রনায়ক জায়েদ খান এমন কিছু হয়ে যাননি যে তাকে নিয়ে এতো আলোচনা-সমালোচনা করতে হবে বলে।
তিনি আরও বলেন, নির্বাচনের পর জায়েদ খানের একটা শাস্তি হয়েছে বলে আমি মনে করি। সে কোনো অন্যায় করে থাকলে এই শাস্তি ন্যায়। আর সে যদি অন্যায় না করে তাহলে শাস্তিটা অন্যায়। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা বলতে আমি পারব না।
Posted ১১:৩৬ অপরাহ্ণ | সোমবার, ০৭ ফেব্রুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh