দেশবিদেশ রিপোর্ট | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
কক্সবাজারের মহেশখালীতে ১২০০ মেগাওয়াট আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্পের ১ হাজার ৩৯০ একর অধিগ্রহণের জমির মালিকদের ক্ষতিপূরণের ৩৭ কোটি ৫১ লাখ টাকার চেক গতকাল মাঠ পর্যায়ে বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ০৩ ডিসেম্বর মহেশখালীর কালারমারছড়া ঝাপুয়া সরদার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমির মালিকদের হাতে হাতে ১১৩ টি চেক তুলে দেন কক্সবাজারের জেলা প্রশাসক মো মামুনুর রশীদ ।
ওই এলাকায় বাংলাদেশের কোল পাওয়ার জেনারেশন কোম্পানী, বাংলাদেশ লিমিটেড ও সুমিতোমো কর্পোরেশন, জাপান এর উদ্যোগে ‘১২০০ মেগাওয়াট আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল-ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট নির্মাণ প্রকল্প’ এর জন্য এ পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসক চেক বিতরণের সময় আবারো বলেন, যারা এখনও ক্ষতিপূরণের চেক পাননি তারাও শীঘ্রই পাবেন। তবে টাকা পেতে যদি সরকারি কর্মচারিদের বা দালালদের দিয়ে কোন হয়রানির শিকার হন তবে জেলা প্রশাসককে অবহিত করতে পরামর্শ দিয়েছেন।
এ উপলক্ষে আয়োজিত অনুস্টানে জেলা প্রশাসক মামুনুর রশীদ ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আমিন আল পারভেজ, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জনাব মিজানুর রহমান, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওসমান বিন তারেকসহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা ও কর্মচারী এবং প্রকল্প এলাকার জনগণ উপস্থিত ছিলেন।
Posted ১১:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar