নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
কক্সবাজারের পেকুয়ায় টইটই ইউনিয়নের নতুন পাড়া এলাকায় মোহাম্মদ হাছান নামের এক প্রবাসীর পরিবারের উপর নির্যাতনের অভিযোগ উঠেছে। তাদেরকে নিজ বাড়িঘর থেকে বের করে দেয়ার পায়তারা ও প্রকাশ্যে মারধর চেষ্টাসহ নানান অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রবাসী হাছানের পরিবারের সদস্যরা।
বুধবার বিকেলে তারা স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রবাসী হাছানের স্ত্রী জাহেদা বেগম ও তার স্কুল পড়ুয়া ছেলে জাহেদুল ইসলাম বলেন, একই এলাকার জয়নাল আবেদীন ও তার ভাই মাওলানা জসিম উদ্দিন মিলে প্রতিনিয়ত তাদেরকে হুমকি দিয়ে আসছেন এবং প্রতিনিয়ত মারধর চেষ্টা করছেন । তারা আরো বলেন, দীর্ঘদিন ধরে জয়নাল আমাদের বাড়িঘর দখলে নিতে চেষ্টা করছে। গত কিছুদিন আগেও সে আমাদেরকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারধর করতে চাইলে আমরা বাড়ির ভিতরে অবস্থান নিই৷ পরে ৩৩৩ তে কল দিলে পুলিশ এসে আমাদেরকে উদ্ধার করে। শুধু তাই নয় আমাদেরকে তারা মেরে ফেলবে বলে প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। প্রবাসীর স্ত্রী জাহেদা বেগম আরো বলেন, এর আগেও অনেকবার জয়নাল আমাকে মারধর করেছে। তার নির্যাতনের কারণে আমার ছেলের পড়ালেখা ও অনিশ্চিত হয়ে পড়েছে। তারা স্থানীয়ভাবে শালিস বিচার দিয়ে প্রতিকার কোন পাচ্ছেনা বলেও জানান তিনি।
তারা এঘটনার সুষ্টু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে প্রবাসী হাছানের পরিবার সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৮:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar