দেশবিদেশ অনলাইন ডেস্ক | শনিবার, ১৫ আগস্ট ২০২০
মেহের আফরোজ শাওন। ছবি-সংগৃহীত।
করোনাকালে মেহের আফরোজ শাওনের সময়টা এমনিতে ঘরে বেশি কাটে। খুব একটা প্রয়োজন ছাড়া বাইরে বের হন না। এর মধ্যে শাওনভক্তদের জন্য দুঃসংবাদ হচ্ছে, পা মচকে গিয়ে তিনি এখন শয্যাশায়ী। চিকিৎসকের পরামর্শমতে, সপ্তাহখানেক বিশ্রামে থাকতে হবে। মানতে হবে সব ধরনের নির্দেশনা। তা না হলে, ঠিকঠাক হতে সময় বেশিও লাগতে পারে। আজ শনিবার সকালে এমনটাই জানালেন মেহের আফরোজ শাওন।
বৃহস্পতিবার রাতে এমনটা ঘটেছে বলে জানালেন শাওন। তিনি বললেন, ‘ঘুমাতে যাওয়ার আগে বাথরুমে ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে গোড়ালি মচকে গেছে। রুম থেকে বাথরুমে ঢোকার সময় উঁচু জায়গা খেয়াল করিনি, পা লেগে পড়ে যাচ্ছিলাম। পুরোপুরি পড়ে যাইনি, তাই বড় ধরনের ঝামেলা হয়নি, পা মচকে গেছে।’
শাওন বললেন, ‘গতকাল খুব খারাপ কেটেছে। ব্যথায় চিৎকার–চেঁচামেচি করেছি। চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ সেবন করেছি। ফিজিওথেরাপি দিয়েছে। এখন অবশ্য পায়ের ব্যথা খুব বেশি হচ্ছে না।’
পা মচকে যাওয়াতে শাওনকে সপ্তাহখানেক বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন পারিবারিক চিকিৎসক। বললেন, ‘চিকিৎসক বলেছেন, যদি আমি ভালো হতে চাই, তাহলে পাঁচ-সাত দিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। আর যদি আমি নিয়ম না মানি, হাঁটাহাঁটি করি, তাহলে ১০-১২ দিন লেগে যাবে পুরো সুস্থ হতে। তাই নিয়ম মানতেই হবে। গরম পানির সেঁকও দিচ্ছি।’
লকডাউনে ঘরে বসে শাওন নিজের একটা ইউটিউব চ্যানেল চালু করেছেন। ঘরোয়া আড্ডার কিছু গান আপলোড করেছেন। এই ইউটিউবে বড় আয়োজনের কোনো ভিডিও থাকবে না বলেও জানান শাওন। এটাকে কোনো পেশাদার চ্যানেল বানাতে চান না তিনি। শাওন জানান, ‘ইউটিউবে আমার সন্তানদের মজার কিছু ভিডিও থাকবে। এখানে মানুষ মেহের আফরোজ শাওনকে খুঁজে পাওয়া যাবে। আমার কিছু গান, যা জীবনেও করা হয়নি, সেগুলো এই ইউটিউবের জন্য করছি।’
Posted ৯:১০ অপরাহ্ণ | শনিবার, ১৫ আগস্ট ২০২০
dbncox.com | ajker deshbidesh