দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
পরনে অতি সাধারণ সিন্থেটিক শাড়ি সঙ্গে হলুদ ব্লাউজ। হাতে শাঁখা-পলা। একেবারে নন গ্ল্যামারাস। সাদামাটা চেহারা, যেন পাশের বাড়ির পরিচিত কোন চরিত্র। পরিণীতার পর আবারও ভিন্ন লুকে শুভশ্রীকে দেখা গেছে ‘ধর্মযুদ্ধ’র টিজারে।
রাজ চক্রবর্তী পরিচালিত ছবিটির টিজার প্রকাশিত হয়েছে আজ।
ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, স্বাতীলেখা সেনগুপ্ত। যাদেরকে দেখা যাবে মুন্নি, রাঘব, জাফর, শবনম ও আম্মির চরিত্রে রুপে।
মুন্নি যে কিনা তার স্বামীকে ভালোবেশে সুখী। সে নিজের সন্তানসম্ভবা হওয়ার খবর দেয় তার অটোচালক স্বামীকে। অন্যদিকে প্রেমিকের সঙ্গে কলকাতায় চলে আসে শবনম। এভাবে সবকিছু ঠিকঠাকই চলছিব। তবে ধর্ম নামক ‘ভূত’টা যেন সবকিছু তছনছ করে দিল। শুরু হল যুদ্ধ। এমনই একটি গল্প ‘ধর্মযুদ্ধ’-এর।
Posted ৮:৩৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯
dbncox.com | ajker deshbidesh