| বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
বার্তা পরিবেশক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর প্রাঙ্গণে গত শুক্রবার (৯ ডিসেম্বর) ঢাবিতে অধ্যয়নরত কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ উপজেলা শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব উখিয়া-টেকনাফ( ডুসাট) এর ১২তম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর উপস্থিতিতে উক্ত নির্বাচনে উখিয়া টেকনাফ উপজেলার ঢাবিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান বিভাগ, মাস্টার্স, হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক শিক্ষার্থী আনোয়ারুল ইসলাম রাফাত ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগ, ৪র্থ বর্ষ, মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক শিক্ষার্থী ওসমান সরওয়ার। নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকালের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামী এক বছর উখিয়া টেকনাফের শিক্ষার্থীদের প্রাণের সংগঠন ডুসাটের সার্বিক লক্ষ্য উদ্দেশ্য অর্জন ও উখিয়া টেকনাফের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ সুগম করার জন্য পাশে থাকার জন্য দোয়া কামনা করেছেন। উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত উখিয়া টেকনাফের শিক্ষার্থীদের সংগঠন ২০১০ সালের ১৩ই আগস্ট মাত্র ১৭ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমান সদস্য সংখ্যা শতাধিক। সাবেক শিক্ষার্থীরা সরকারি ও বেসরকারি নানা গুরুত্বপূর্ণ পদে থেকে উখিয়া টেকনাফের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
Posted ১:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar