রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
টেকনাফে ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে বক্তারা

ছাত্রলীগই হবে স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর

বার্তা পরিবেশক   |   বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

ছাত্রলীগই হবে স্মার্ট বাংলাদেশ তৈরির কারিগর

বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ঝাঁকজমকভাবে উদযাপন করেছে টেকনাফ উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকালে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম মুন্নার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙালি। এছাড়া অনুষ্টানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন, অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম এবং উপজেলা আ’লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কায়ছার উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন, সাবেক সাধারণ সম্পাদক সেলিম সিকদার, সাবেক সভাপতি সোলতান মাহমুদসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করতে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধান বক্তা জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন বলেন, ”এর মধ্যেই শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মাণ করেছেন, তিনি ভবিষ্যতে যে স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সেই স্মার্ট বাংলাদেশ গড়তে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে কাজ করবে ছাত্রলীগ। আর শেখ হাসিনার পরিকল্পিত ‘স্মার্ট বাংলাদেশে’র নেতৃত্ব দেবে বাংলাদেশ ছাত্রলীগ। পাশাপাশি এই স্মার্ট বাংলাদেশ গড়তে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, তারা সেসব গঠনতন্ত্র অনুসরণ করে, সাংগঠনিক বিধি-নিষেধ মেনে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করবে।’
জেলা আ’লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এইচএম ইউনুছ বাঙালি বক্তব্যে বলেন, ‘ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রতিটি গণতান্ত্রিক ও প্রগতিশীল সংগ্রামে ছাত্রলীগের ব্যাপক ভূমিকা ছিল। ?তারই ধারাবাহিকতায় আগামীতে নৌকা এবং স্মার্ট বাংলাদেশের পক্ষে যেন একটি গণজোয়ার তৈরি হয় সে লক্ষ্যে ছাত্রলীগ কাজ কারার আহবান জানান।’
উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সকল লড়াই-সংগ্রামে সঙ্গে ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের ইতিহাস ত্যাগের ইতিহাস। ছাত্রলীগের গৌরবময় ইতিহাস সমুন্নত রেখে আগামীতেও প্রধানমন্ত্রীকে ক্ষমতায় আনার লক্ষ্য অতীতের মতো ভবিষ্যতে কাজ করে যাবে। ’

Comments

comments

Posted ১২:২৩ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জানুয়ারি ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

দশ বছর পর
দশ বছর পর

(1570 বার পঠিত)

সেই মা সেই ছবি
সেই মা সেই ছবি

(1189 বার পঠিত)

(1161 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com