আব্দুল্লাহ আল ফরহাদ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
কক্সবাজার সরকারি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস- ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে বদ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২:০০ টায় কলেজ শহীদ মিনারে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দুপুর ১২:৩০ টায় শিক্ষক পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উদ্যাপন কমিটির আহ্বায়ক মোঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্তসমূহ হতে পাঠ করা হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক নুরুল হামিদ, গীতা থেকে পাঠ করেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মধুছন্দা দেওয়ানজী, ত্রিপিটক থেকে পাঠ কারেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক জয়প্রকাশ বড়ুয়া।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দিন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বুদ্ধিজীবীদের আত্মত্যাগকে সার্থক করার লক্ষ্যে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান এবং বর্তমান সরকার কর্তৃক গৃহীত সকল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালনে এগিয়ে আসার দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সুজিত কুমার দে, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ কাসেম। এতে স্বাগত বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তী। আরো বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোজাফ্্ফর আহমদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হাসানুল ফরহাদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদেরকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে এর চেতনা ধারণ করে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শিউলি সরকার।
Posted ৩:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar