শহিদুল ইসলাম উখিয়া | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
কক্সবাজারের উখিয়ায় ফুটবল খেলার সময় ৫০জন রোহিঙ্গাকে আটক করেছে স্হানীয়রা।পরে আটককৃত রোহিঙ্গাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।সন্ধ্যা সাতটার দিকে উখিয়া থানা পুলিশের সহযোগিতায় রোহিঙ্গাদের ক্যাম্প প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে।আটককৃতরা উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার (২ডিসেম্বর) বিকাল ৫টার দিকে উখিয়ার খেলাধুলার একমাত্র মাঠ “উখিয়া উচ্চ বিদ্যালয়” মাঠ থেকে তাদের আটক করা হয়। । উখিয়া হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী গনমাধ্যমে সত্যতা নিশ্চিত কররন।তিনি বলেন, আমি সড়ক দিয়ে যাওয়ার সময় উপজেলা মাঠের সামনে কিছু স্থানিয় যুবক তাকে জানান শতাধিক রোহিঙ্গা তাদের খেলার মাঠটি দখল করে নিয়েছে ফুটবল খেলছে। রোহিঙ্গাদের কারনে তারা খেলতে পারছেননা। পরে তিনি মাঠে ঢুকে খেলোয়াড়দের জিজ্ঞাসা করলে তারা রোহিঙ্গা বলে পরিচয় দেন। বড় পরিসরে খেলার জন্য তারা ক্যাম্পে থাকে উখিয়া কেন্দ্রীয় মাঠে খেলতে আসে। বর পেয়ে ঘটনা স্থলে আসেন উখিয়া নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইন সজিব। তিনি রোহিঙ্গাদের উখিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।ইউএনও ইমরান হোসাইন সজীব বলেন হলদিয়াপালং এর ইউপি চেয়ারম্যান আমাকে অবগত করলে আমি নিজেই ঘটনা স্থলে এসে রোহিঙ্গাদের আটক করে থানায় হস্তান্তর করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রোহিঙ্গারা ক্যাম্প থেকে কিভাবে বের হলো সেটিও দেখা হচ্ছে।এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন আটককৃত রোহিঙ্গাদের স্ব-স্ব ক্যাম্পে পাঠানো হয়েছে।
Posted ১০:০০ অপরাহ্ণ | শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২
dbncox.com | Bijoy Kumar