দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
বিয়ে, হানিমুন থেকে শুরু করে প্রেগনেন্সি। সব কিছুতেই নাটকীয়তার চূড়ান্ত ছাপ রেখেছে বলিউডের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। কিছুদিন আগেই বিয়ে নিয়ে চলেছিল ড্রামা। হানিমুনের কথাও বলেছিলেন রাখি। তিনি নাকি গর্ভবতী, এমনটাও দাবি করতে শুরু করেন।
এবার তার দাবি, তিনি নাকি ডোনাল্ড ট্রাম্পের বউমা। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে এমনটাই দাবি করেছেন তিনি। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, কেন তিনি নিজের বিয়ের কোনও রিসেপশন পার্টি রাখলেন না। তার জবাবে রাখি বলেন, তার জন্য রিসেপশন পার্টি দেবেন মোদিজি। কারণ আমি এখন ডোনাল্ড ট্রাম্পের বউমা।
এর আগে, ‘জানু আই অ্যাম প্রেগনেন্ট’, লিখে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন তিনি। কয়েক মাস আগে নিজেই তিনি দাবি করেছিলেন, যে তিনি বিবাহিতা। এরপর তিনি দাবি করেন যে তিনি গর্ভবতী।
রীতেশ নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথা জানান তিনি। যদিও সেই ব্যক্তিকে এখনও পর্যন্ত দেখা যায়নি প্রকাশ্যে। রাখি দাবি করেন, তার স্বামী রীতেশ নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে কর্মরত।
Posted ১০:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯
dbncox.com | ajker deshbidesh