দেশবিদেশ অনলাইন ডেস্ক | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
হুয়াই, বার্জারের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। এবার তিনি ভিটের শুভেচ্ছাদূত হয়েছেন।
সম্প্রতি ভিটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঐশীকে শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা দেওয়া হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকিট বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ভিশাল গুপ্ত, মার্কেটিং ডিরেক্টর নুসরাত জাহান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে, আজ বুধবার সকাল থেকে এফডিসিতে এর বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন ঐশী। ইন্ডি রিলস প্রোডাকশন হাউজের ব্যানারে এটি নির্মাণ করছেন সামিউর রহমান।
ঐশী বলেন, ‘ভিটের সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। চুক্তি সই হওয়ার পর নতুন এ বিজ্ঞাপনের কাজ শুরু করেছি। আজ এফডিসিতে শুটিং করছি। আশা করি, আমরা সাধ্যমতো এ পণ্যটি প্রচার ও প্রসারে কাজ করে যাবে।’
Posted ৯:৫২ অপরাহ্ণ | বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২০
dbncox.com | ajker deshbidesh