রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

আইনজীবী সহকারী সমিতির ভবনের সামনে সড়কের বেহাল দশা

  |   বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

আইনজীবী সহকারী সমিতির ভবনের সামনে সড়কের বেহাল দশা

সাইফুল ইসলাম:
কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ স্থান আইন কলেজের পার্শ্বে আইনজীবী সহকারী ভবনের সামনে সড়কের বেহাল দশা। বর্তমানে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে ওই সড়ক দিয়ে আদালতে আসা চলাচলকারী হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল দশা থাকলেও এখন পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ গ্রহন করেনি কর্তৃপক্ষ।
সড়কটি দ্রুত সংস্কার করার জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা।

আনজীবী সহকারী জসিম বলেন, দীর্ঘদিন ধরে এই সড়ক দিয়ে যানবাহন তো দূরের কথা হেঁটেও চলাচল করা যায় না। বৃষ্টি নয়, শুকনো মৌসুমেও ভোগান্তির শেষ নেই। আমরা দ্রুত এ সড়কের সংস্কার চাই।

আইনজীবী সহকারী সমিতির সভাপতি ফোরকান আহমদ বলেন, বৃষ্টি নয়, স্বাভাবিক অবস্থাতেও দীর্ঘদিন ধরে বেহাল দশা সৃষ্টি হচ্ছে সড়কটি। এতে দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। পৌর এলাকার সব চেয়ে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে আদালত পাড়া। আমরা আইনজীবী সহকারীরা দ্রুত এই সড়কের সংস্কারের জন্য পৌর কর্তৃপক্ষের কাছে হস্তক্ষেপ কামনা করছি।

পৌরসভা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই সড়কটি দীর্ঘদিন পূর্বে সংস্কার করতে চেয়েছিল। কিন্তু আইনজীবী সহকারী সমিতির বেশ কয়েকজন সদস্য সংস্কারে বাঁধা দিয়েছিল। তাই সড়কটি সংস্কার করা হয়নি। তারা চাইলে বা যাতে জনগণের দূর্ভোগ থেকে পরিত্রান পায় দ্রুত সংস্কার করা হবে।

আ দে বি/ সাই.

Comments

comments

Posted ১২:১৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com