দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ০২ মার্চ ২০২০
অ্যান্ট অ্যান্ড ডেক’স সাটারডে নাইট টেক অ্যাওয়ায়ে পারফরমেন্সে’ যদি কেউ আঘাত পেয়ে থাকেন তবে তাদের কাছে ক্ষমা চেয়েছেন অ্যান ম্যারি। একইসঙ্গে ওই দিনের ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছে যুক্তরাজ্যভিত্তিক আইটিভি। খবর বিবিসি।
এর আগে, কিয়াও আডিওসের পারফরমেন্সের সময় ওই শোয়ের সঞ্চালক জাপানের উদিত সূর্য খচিত হেডব্যান্ড পরিহিত অবস্থায় মঞ্চে আসেন। ওই পতাকাকে জাপানের সাম্রাজ্যবাদী অতীতের প্রতীক বলে মনে করা হয়।
এ ব্যাপারে অনেকেই আপত্তি জানালে অ্যান ম্যারি বলেন, কস্টিউমের ব্যাপার নিয়ে তার কিছুই করার নেই। এই মন্তব্যের ব্যাপারেও দুঃখপ্রকাশ করেছেন অ্যান ম্যারি। সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক টুইটে তিনি এ কথা জানান।
এদিকে, যুক্তরাজ্য ভিত্তিক ফ্রি টু এয়ার চ্যানেল আইটিভি জানিয়েছে, অনুষ্ঠানের আপত্তিকর অংশ তারা বাদ দিয়ে দেবে। তবে যদি কিছু ভুল হয়ে থাকে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত বলেও উল্লেখ করে আইটিভি।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
dbncox.com | ajker deshbidesh