রবিবার ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

পরিসংখ্যান বলে মঙ্গোলিয়ার অর্ধেক কর্মশক্তি বেকার

  |   রবিবার, ২৭ মার্চ ২০২২

পরিসংখ্যান বলে মঙ্গোলিয়ার অর্ধেক কর্মশক্তি বেকার

আন্তর্জাতিক ডেস্ক:

মঙ্গোলিয়ায় ১৫ এবং তার বেশি বয়সী আনুমানিক ২.১ মিলিয়ন কর্মজীবী রয়েছে। লিঙ্গের পরিপ্রেক্ষিতে মোট কর্মজীবী ​​জনসংখ্যা ৯৭৯.৬ হাজার পুরুষ যা ৪৬.৫ শতাংশ এবং ১.১২৫ মিলিয়ন মহিলা যা ৫৩.৫ শতাংশ।
মঙ্গোলিয়ার জাতীয় পরিসংখ্যান অফিস দ্বারা পরিচালিত শ্রম বাহিনীর গবেষণা অনুসারে, মঙ্গোলিয়ায় কর্মজীবীদের প্রায় ১.২ মিলিয়ন লোকের মধ্যে ১.১ মিলিয়ন লোক শ্রমবাজারে নিযুক্ত আছে এবং শ্রমবাজারের বাইরে ৮৭৮ .২ হাজার ব্যক্তির মধ্যে ৪৫.১ হাজার লোকের জীবিকা
উপার্জনের জন্য কর্মস্থলে যোগদানের সম্ভাবনা রয়েছে।

সোঙ্গিনোখাইরখান জেলার শ্রম ও সমাজকল্যাণ সেবা বিভাগের কর্মসংস্থান অফিসের প্রধান এস. উগান্তুয়া বলেন, “মঙ্গোলিয়ায় ১৫ বা তার বেশি বয়সের ২.১০৪ মিলিয়ন কর্মজীবী লোক রয়েছে। এর মধ্যে ৯৭৯.৬ হাজার বা ৪৬.৫ শতাংশ পুরুষ এবং ১.১২৫ মিলিয়ন বা ৫৩.৫ শতাংশ মহিলা। সোঙ্গিনোখাইরখান জেলায় ১৫ বছর বা তার বেশি বয়সী জনসংখ্যা ২২০,২০০। তাদের মধ্যে মোট ১২৯.৬ হাজার কর্মরত এবং আগের বছরের তুলনায় তা ৬ শতাংশ বেড়েছে ।“

ভিডিও দেখতে ক্লিক করুন:

এছাড়াও, কর্মস্থলে যোগদানের সম্ভাবনাময় প্রায় ৪৫.১ হাজার কর্মী ছাড়াও ৯৯.৪ হাজার মঙ্গোলিয়ান বেকার এবং৬.৮ হাজার মৌসুমী কর্মজীবী রয়েছে। সোঙ্গিনোখাইরখান জেলার জি. সেতসেগমা নামের এক জব প্লেসমেন্ট স্পেশালিস্ট জানান, “আমাদের জেলায় কর্মক্ষম বয়সী ২২০,০০০ লোক রয়েছে, যাদের মধ্যে ২০,০০০ বেকার। তাদের মধ্যে মাত্র ৮৪০ জন চাকরিপ্রার্থী
হিসাবে নিবন্ধিত।

২০২২ সালের প্রথম দুই মাসে, মোট ২৪০ জন নিবন্ধিত চাকরিপ্রার্থী নিযুক্ত হয়েছেন। ৪১ টি কোম্পানিতে ৩৬১টি শূন্যপদ রয়েছে যা এখানে ঘোষণা করা হয়েছে। এই খালি পদগুলির ৩০ শতাংশ হসপিটালিটি সেক্টরে, ৪০ শতাংশ ম্যানুফ্যাকচারিং এবং মৌসুমী চাকরি যেমন খনি, রাস্তা এবং নির্মাণকাজে চাকরির কিছু খালিপদও আসছে।“

আদেবি/ জেইউ।

Comments

comments

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com