ক্রীড়া ডেস্ক | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
বাংলাদেশের জনপ্রিয় ফুটবল ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে সর্বশেষ মৌসুমে সহকারী কোচ হিসেবে ছিলেন ফ্রান্সেসকো জোস ব্রুতো দ্য কস্তা। ভারতীয় বংশোদ্ভূত এই কস্তাকে জাতীয় দলের কোচিং স্টাফে নিয়োগ দিয়েছে মিসর।
২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসে ৫ মাস কাজ করে ভারতে ফিরে আইএসএলের কেরালা ব্লাস্টার্সের সহকারী কোচের দায়িত্ব নেন কস্তা। গত মৌসুমে আবার শেখ রাসেলে ফিরে এসে পুরো মৌসুমে কাজ করেছেন। বাংলাদেশ থেকে এবার সরাসরি মিসর জাতীয় দলের কোচিং স্টাফের সদস্য হলেন ৪০ বছর বয়সী কস্তা।
মিসর ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে আছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। দলটির টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন পর্তুগিজ নেলো ভিঙ্গাদা। তিনি ২০১৯ সালে কেরালার ব্লাস্টার্সের প্রধান কোচ ছিলেন। মিসরে কাজ করার জন্য কস্তাকে প্রস্তাবটি দেন এই ভিঙ্গাদা।
মোহামেদ সালাহ এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কস্তা বলেন, সালাহ খুবই সাধারণ একজন মানুষ। দলের অন্য সব খেলোয়াড়ের মতোই তার সাধারণ আচরণ। সে যে বড় খেলোয়াড়, তার ব্যবহারে কখনো বোঝা যায় না।
Posted ৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
dbncox.com | ajker deshbidesh