দেশবিদেশ ডেস্ক | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২
স্কোর: বাংলাদেশ ৪০/২, নিউ জিল্যান্ড ১৬৯/১০।
প্রথম ইনিংস: নিউ জিল্যান্ড ৩২৮/১০, বাংলাদেশ ৪৫৮/১০। লিড: ১৩০ রান।
উপমহাদেশের কোনো দলের নিউ জিল্যান্ডের মাটিতে ১০ উইকেটে জয় নেই। ৪০ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের সেই সুযোগটি ছিল। সাদমান ইসলাম টিম সাউদির বলে আউট হওয়ায় শুরুতেই সেই সুযোগ হাতছাড়া। এরপর নাজমুল হোসেন শান্তও জয়ের থেকে ৬ রান আগে সাজঘরের পথ ধরেন। তাতে কি? জয়ের পথ ভোলেনি বাকিরা।
মুমিনুল হক ও মুশফিকুর রহিম জয়ের সমীকরণ মিলিয়ে মাঠ ছেড়েছেন। বাংলাদেশ নিউ জিল্যান্ডকে হারালো ৮ উইকেটে। প্রথমবার নিউ জিল্যান্ডকে সাদা পোশাকে হারালো বাংলাদেশ। ১৬ বারের দেখায় এর আগে বাংলাদেশ টেস্ট ড্র করলেও এবারই প্রথম জয় পেলো। পাশাপাশি নিউ জিল্যান্ডের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে যে কোনো ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম জয়। এর আগে ৩২ ম্যাচে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটের বর্তমান রাজা নিউ জিল্যান্ড। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের চ্যাম্পিয়ন তারা। তাদের মাটিতে তাদেরকে হারিয়ে বিজয়ের পতাকা উড়ানো চাট্টেখানি কথা নয়। মুমিনুল হকের বাংলাদেশ সেই অসাধ্য কাজটাই করেছেন। তাইতো এই জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে অর্জন বলেই বিবেচিত হচ্ছে।
আগের দিনই জয়ের কাজ সেরে রেখেছিল বাংলাদেশ। ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে বুধবার শেষ দিনে মাঠে নামে কিউইরা। ২২ রান যোগ করতেই শেষ তাদের শেষ ৫ উইকেট। প্রথম ইনিংসে ১৩০ রানে পিছিয়ে থাকায় কার্যত তাদের স্কোর ৩৯! ৪০ রানের সহজ লক্ষ্য বাংলাদেশ ছুঁয়ে ফেলে অনায়াসে।
জয়ের নায়ক ইবাদত হোসেন। গতকালের ৪ উইকেটের সঙ্গে আজ পেয়েছেন ২ উইকেট। ৬ উইকেট নিয়ে বিধ্বংসী বোলিংয়ে এলোমেলো করেছেন কিউইদের। সঙ্গে উড়িয়েছেন বিজয়ের পতাকা।
Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ০৫ জানুয়ারি ২০২২
dbncox.com | ajker deshbidesh