দেশবিদেশ ডেস্ক | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের নতুন ব্যাটিং কোচ নিযুক্ত হলেন ডাচ তারকা রায়ান টেন ডেসকাট। কেন্টে মাইকেল ইয়ার্ডির স্থলাভিষিক্ত হলেন নেদারল্যান্ডস দলের এই সাবেক অলরাউন্ডার।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই ক্রিকেটকে বিদায় জানান ডেসকাট। অর্থাৎ নিজের ব্যাট-বল তুলে রাখার মাস পার হতেই কোচিং ক্যারিয়ার শুরু করলেন এই তারকা।
কাউন্টি ক্রিকেট খেলায় সাগরসম অভিজ্ঞতা রয়েছে ডেসকাটের।
কাউন্টি দল এসেক্সের হয়ে ৫৫৪টি ম্যাচ খেলে ১৭০৪৬ রান সংগ্রহ করেছেন তিনি। বল হাতে নিয়েছেন ৩৪৮টি উইকেট।
নেদারল্যান্ডসের হয়ে মোট ৩৩টি ওয়ানডে ও ২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৬৭.০০ গড়ে ১৫৪১ রান সংগ্রহ করেছেন ডেসকাট। উইকেট নিয়েছেন ৫৫টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৪১.০০ গড়ে ৫৩৩ রান সংগ্রহ করেছেন ৪১ বছর বয়সী অল-রাউন্ডার। উইকেট নিয়েছেন ১৩টি।
Posted ১০:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
dbncox.com | ajker deshbidesh