বিপিএলের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে এমন কিছুর সাক্ষী হলো। ঢাকার ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল। থিসারা পেরেরার ওভারের শেষ বল। পঞ্চম বলে মিড উইকেট দিয়ে ছক্কা উড়ানো রাসেলকে এবার স্লোয়ার দিলেন খুলনা টাইগার্সের পেসার। বলটা আলতো টোকায় শর্ট থার্ড ম্যান অঞ্চলে পাঠান রাসেল। দৌড়ে প্রান্ত বদলের ডাক দিলেন মাহমুদউল্লাহ।
বল এক হাতে তুলে থ্রো করলেন শেখ মেহেদী। মাহমুদউল্লাহ পৌঁছার পর বল আঘাত করে স্টাম্পে। রাসেল বলের ওপর চোখ রেখে ধীরে ধীরে দৌড়াচ্ছিলেন। কিন্তু বল স্টাম্পে আঘাত করে দিক পরিবর্তন করে। অফস্টাম্পে লেগে চলে আসে বোলিং প্রান্তে। সরাসরি আঘাত করে স্টাম্পে।
রাসেল কিছু বুঝে ওঠার আগেই সবশেষ! তখনও ক্রিজের বাইরে মারকুটে এ ব্যাটসম্যান। তাৎক্ষণিক ব্যাট প্লেস করলেও শেষ রক্ষা হয়নি। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে তাকে সাজঘরের পথ দেখান।
শেষ দিকে ঝড়ো ব্যাটিংয়ের আভাস দিয়েছিলেন রাসেল। মুখোমুখি প্রথম বলে ১ রান নেওয়ার পর দ্বিতীয় বলেই ছক্কা। কিন্তু অদ্ভুতুড়ে রান আউটে তৃতীয় বলেই শেষ তার ইনিংস।